২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২১
২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় “তথ্য আমার অধিকার- জানা আছে কি সবার” এবং ¯স্লোগান “তথ্য আমার অধিকার, জানতে হবে সবার”। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সবসময়ই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। সংস্থার কেন্দ্রীয় এবং মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয়ে তথ্য কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। এছাড়াও রয়েছে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চা। এবছর কোভিড পরিস্থিতি বিবেচনায় তথ্য কমিশিনের সাথে ভারচুয়াল আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছে রিক। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: হাছান মাহ্মুদ এমপি, মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। দিবস উপলক্ষ্যে সংস্থা তথ্য অধিকার আইন বিষয়ক অনলাইন স্টাফ ওরিয়েন্টেশন, সিটিজেন চার্টার এবং তথ্য কর্মকর্তাদের তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করেছে।