১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৩।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২৩। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম যুক্ত হয়। বিজয়ের এই দিনটি উদযাপনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কেন্দ্রীয় এবং মাঠপর্যায়ে নানাবিধ কর্মসূচি পালন করে। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে রয়েছে ভবন এবং স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, ইলেকট্রনিক ড্যাসবোর্ডে বিজয় দিবসের প্রচার ইত্যাদি। কেন্দ্রীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান, পরিচালক জনাব আফরোজা লায়লা, উপ-পরিচালক জনাব আবু রিয়াদ খান সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Latest