হাতিয়ায় ৮৫০ রোগী পেলেন চক্ষু চিকিৎসা

আসা-যাওয়ার খরচ ডাক্তার দেখানো, ফ্রী খাওয়ার ব্যবস্থা, চশমা সরবরাহ, ঔষধ বিতরণ ও ছানি অপারেশন সম্পূর্ণ বিনামুল্যে এবং সুবিধা পেলেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মুল ভুখণ্ড ও চরাঞ্চলের হতদরিদ্র ৮৫০ জন রোগী।

রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর উদ্যোগে রিক অফিসের প্রাঙ্গনে একদিন ব্যাপী ফ্রী চক্ষু শিবির এর মাধ্যমে এসব রোগীদের সেবা দেওয়া হয়। গত কাল রবিবার সকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০টা পর্যন্ত ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়া এর আর্থিক এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি, কুমিল্লা কারিগরি সহায়তায় চক্ষু ক্যাম্প ২০২১ এর আয়োজন করা হয়।

উক্ত চক্ষু ক্যাম্পে মোট ৮৫০ জন রোগীর ব্যবস্থাপত্র, ঔষধ ও চশমা ২২০ জনকে প্রদান করা হয়। ১২৯ জন রোগীকে ছানি অপারেশন জন্য চিহ্নিত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। এর সময় রিকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌসী বেগম (গীতালি) এজি এম সৈয়দ বজলুল করিম, হিসাব কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতির প্রোগ্রাম মানেজ্যার তপন সেন গুপ্ত প্রমুখ।

Latest
Popular