স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা প্রদানের লক্ষ্যে কমিউনিটি কনসালটেশন মিটিং
২৪ মার্চ ২০২২ তারিখ ঈমান আলী’র গলী, ছাতা মসজিদ, কামরাঙ্গীরচর এলাকায়, দাতা সংস্থা পিকেএসফ এর আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত এসইপি-প্লাস্টিক রিসাইকেল উপ-প্রকল্পের আওতায় -প্লাস্টিক শিল্পের মালিক ও শ্রমিক, এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা প্রদানের লক্ষ্যে টয়লেট পুনঃনির্মাণ বা সংস্কার কার্যক্রমের অধীনে কমিউনিটি কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাড়ির মালিক, প্লাস্টিক রিসাইকেল শিল্পে নিয়োজিত মালিক ও শ্রমিকগণ অংশগ্রহণ করেন।
মিটিং এ উপস্থিত ব্যক্তিবর্গ তথ্য দিয়ে সহায়তা করেন এবং বলেন যে টয়লেট টি সংস্কার এর জন্য নির্ধারিত হয়েছে সেই টয়লেটটি বর্তমানে ১৪০-১৮০ জন মানুষ ব্যবহার করেছ। তবে টয়লেট টি স্বাস্থ্যসম্মত এবং ব্যবহার উপযোগী নয়, এবং নারী ও পুরুষ একটি টয়লেট ব্যবহার করে। তাই সভায় অংশগ্রহণকারীগণ মতমাত দেন যে টয়লেটটি সংস্কার করা হলে এর ব্যবহারকরীগণ স্বাস্থ্যগত দিক থেকে উপকৃত হবে এবং বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা পাবে। এছাড়াও অনেকে বলেন যে, নারী এবং পুরুষের জন্য আলাদা টয়লেট হলে ভাল হয়।
মিটিংয়ের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কেনো টয়লেট পুনঃনির্মাণ বা সংস্কার করা হবে এবং সংস্কার ক্ষেত্রে কোন প্রক্রিয়া অবলম্বন করা হবে সে বিষয়টি প্রকল্প ব্যবস্থাপক সুচারূভাবে ব্যখ্যা করেন। টয়লেট সংস্কারের ফলে উপকারভোগীরা কি ধরণের সুবিধা পাবে তাও আলোচনা উঠে আসে।
মিটিংয়ে অংশগ্রহণকারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাঁদের পরামর্শমুলক মতাতম তুলে ধরেণ এবং বলেন যদি টয়লেট সংস্কার কাজটি হয় আমরা খুবই উপকৃত হব। সর্বোপরি এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য মিটিং এ অংশগ্রহণকারীগণ এসইপি-প্লাস্টিক রিসাইক্লিং প্রকল্পকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রশংসা করেন।