সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট অবহিতকরণ সভা

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পটি বাস্তবায়ন ও অবহিতকরণ শীর্ষক সভাটি জেলা প্রশাসকের কার্যালয়ে বাবু অলক চন্দ্র বর্মণ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল "উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন,প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ ত্বরান্বিতকরণ" উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব কাজী নাহিদ রসুল,জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ এবং বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক),জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা,জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তবর্গ । উল্লেখ্য  থাকে যে উক্ত উপ-প্রকল্পটি বিশ্ব ব্যাংক এর অর্থায়নে এবং পিকেএসএফ এর সার্বিক সহোযগীতায় রিক অত্যান্ত সফলতার সাথে পরিচালিত করে আসছে। আর এই অনুষ্ঠানে রিক-এসইপি এর পক্ষ থেকে স্লাইড প্রেজেন্টেশন করেন ডা:কাজী বাহারুল ইসলাম উক্ত প্রেজেন্টেশন এর মাধ্যমে রিক-এসইপি ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তর ভাবে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বটি অত্যান্ত সফলতার সাথে পরিচালনা করেন রিক এর মহাব্যবস্থাপক জনাব আলাউদ্দিন খান এবং পিকেএসএফ এর প্রকল্প কর্মকর্তা জনাব নুরুল আবেদীন চৌধুরী।
অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন রিক-মুন্সিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক জনাব শহীদুল ইসলাম খান। আর এই সম্পুর্ন অনুষ্ঠানটি নির্ভুল ও সফলতার সাথে আয়োজন করেন রিক-এসইপি ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পটির ব্যাবস্থাপক জনাব মো:শফিকুল ইসলাম এবং তার প্রকল্প কর্মকর্তাবৃন্দ।

Latest
Popular