রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক), ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে বাস্তবায়িত EHNSMP প্রকল্পের বাৎসরিক গনশুনানী ।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) কর্তৃক বাস্তবায়িত ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে “এনহেন্সিং হেলথ এন্ড নিউট্রিশন সার্ভিসেস ফর দি আরবান পুওর পিপল অব দি সিলেক্টেড মিউনিসিপালিটিজ অব বাংলাদেশ (EHNSMP) প্রকল্পের আওতায় উপকারভোগীদের নিয়ে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক গনশুনানী-২০২০ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাসকুরা বেগম ও সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আহসান হাবিব ।

বার্ষিক গনশুনানী অনুষ্ঠানে জানা যায়, ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে রিক প্রাইভেট ক্লিনিকের মাধ্যমে সেপ্টেম্বর’ ২০১৯ ইং থেকে নভেম্বর’ ২০২০ইং পর্যন্ত ৪নং ও ৫ নং ওয়ার্ডে বিনা মূল্যে নরমাল ডেলিভারী ১৩ জন, সিজারিয়ান ডেলিভারী ২৫ জন এবং ১০৬৩ জন সাধারন রোগের চিকিৎসা সেবা প্রদান করে এবং মাঠ পর্যায়ে ফিল্ড অফিসার দ্বারা সরাসরি মেডিসিন প্রদান করেন ৪৭৩ জনকে, ডায়াবেটিক চেক আপ ১৭৩ জন এবং পুষ্টি চাহিদা পূরণের জন্য ৩০২টি পরিবারকে সবজী বীজ প্রদান করা হয়। উন্মুক্ত আলোচনায় উপকারভোগীরা বলেন রিকের বিনা মূল্যে সেবা প্রদানে তারা খুবই উপকৃত হয়েছেন এবং তারা সন্তুষ্ট ।

কিন্তু প্রজেক্ট শেষ হওয়ার পর তাদের চিকিৎসা সেবা অব্যহত রাখার জন্য মেয়র মহোদয় ও ক্লিনিকের কাছে অনুরোধ করলে ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেসের ম্যানেজিং ডাইরেক্টর জনাব মাইনুল ইসলাম বলেন প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পর তারা ২৫% ছাড়ে এবং এখন থেকে ডেলিভারী মা-বোনদের জন্য ফ্রি এ্যামবুলেন্স সেবা প্রজেক্টের উপকারভোগী হতঃদরিদ্র পরিবারের মাঝে সেবা প্রদান করবেন এবং রোজ মেডিকেল সেন্টারের পরিচালক জনাব সারোয়ার জাহান বলেন প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পর তারা ২৫% ছাড়ে প্রজেক্টের উপকারভোগী হতঃদরিদ্র পরিবারের মাঝে সেবা প্রদান করবেন ।

বিশেষ অতিথির বক্তব্যে বক্তরা বলেন ক্লিনিকগুলো যে প্রতিশ্রুতি দিয়েছেন সে গুলো যাতে বাস্তবায়ন করেন, সেবার মান যেন ভাল হয় সে জন্য অনুরোধ করেন এবং প্রধান অতিথির বক্তেব্য মাননীয় মেয়র মহোদয় জানান কেউ অসুস্থ্য হয়ে পৌরসভা আসলে ফ্রি ডাক্তার সেবা প্রদান করবেন এবং ক্লিনিকগুলো তারা মনিটরিং করবেন । মাননীয় মেয়র মহোদয় হতঃদরিদ্র মানুষগুলোর ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কে পৌরবাসীর ও পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিকের EHNSMP প্রকল্পের সকল স্টাফবৃন্দ মোঃ শফিউল আলম, মোছাঃ জেসমিন আক্তার, মোছাঃ শারমিন খাতুন, মোছাঃ বেবী নাজনীন, মোঃ আদিল কিবরিয়া, মোঃ ফরহাদ হোসন, সজীব ঘোষ এবং হরিপর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

Latest
Popular