রিকের উদ্যোগে প্রবীনদের জন্য ‘বয়স্ক ভাতা’ প্রদান
সরকারের সামাজিক সুরক্ষার আওতায় প্রবীণদের জন্য ‘বয়স্ক ভাতা’ কার্যক্রম এর পাশাপাশি ২০১৬ সালে পল্লী কর্ম-সহায়ক ফাউল্ডেশন (পিকেএসএফ) ‘প্রবীণদের জীবনমান উন্নয়ন কর্মসূচি’ এর মাধ্যমে তার সহযোগী সংস্থার মাধ্যমে কর্মসূচি আওতাভক্ত প্রতি ইউনিয়নে ১০০ জন দরিদ্র প্রবীণকে বয়স্ক ভাতা প্রদান করে আসছে। বাস্তবিকভাবে অনেক ইউনিয়ন আছে যেখানে ‘প্রবীণদের জীবনমান উন্নয়ন কর্মসূচি এর আওতায় অন্তর্ভূক্ত করা সম্ভব হয়নি । রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পিকেএসএফ এর এই উদ্যোগের পাশাপাশি তার নিজস্ব ‘প্রবীণ কল্যাণ কর্মসুচির মাধ্যমে সংস্থার কর্ম এলাকার ১৪টি ইউনিয়নে মোট ৭০ জন দরিদ্র প্রবীণকে মাসিক ৫০০ টাকা হারে জানুয়ারী ২০২১ থেকে ‘বয়স্ক ভাতা কার্যক্রম শুরু করেছে । এই ৭০ জন প্রবীণকে তাদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রবীণ ইউনিয়ন কমিটি কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত তালিকা থেকে যাচাই বাছাই করে স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মতিতে নির্বাচন করা হয় । এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা এবং ভাতা গ্রহীতাদের সংখ্যা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে । আমরা মনে করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দরিদ্র প্রবীণদের আর্থিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হলে প্রবীণরা মর্যাদার সাথে তাদের জীবনযাপনে সচেষ্ট হবে।