রিক এর স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা

রিক এর স্মার্ট প্রকল্পের অবহিতকরণ সভা 

১৯ ফেব্রুয়ারি  ২০২৫, মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় “Promoting Resilient Green Growth in Dairy Sub-Sectors through Ensuring RECP” শীর্ষক উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পার্সন জনাব আলাউদ্দিন খান, মহাব্যবস্থাপক (প্রোগ্রাম), রিক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহাদয়ের মনোনীত অতিথি জনাব মৌসুমী মাহবুব, উপপরিচালক,স্থানীয় সরকার ।

Latest