মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস রোধ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও র্যালি
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতায় অদ্য ২৬/১২/২০২১ ইং তারিখে বিকাল ৩:০০ মিনিটে নওগাঁ জেলার সাপাহার উপজেলার ফাজিলপুর কিশোর ক্লাবে সামাজিক সচেতনতা ও জীবন শৈলী উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডের আওতায় - মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস রোধ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাদক কি, মাদকের কুফল, মাদকাসক্তের কারণ, মাদক নিয়ন্ত্রনে সরকারের উদ্যোগ, মাদক নিয়ন্ত্রনে সরকারের আইন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। জঙ্গিবাদ কি, জঙ্গিবাদের কারণ, জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের কুফল আলোচনা করা হয়।সন্ত্রাস কি, সন্ত্রাস রোধে করণীয় ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়।
আলোচনার শেষে মাদক,জঙ্গিবাদ রোধের উপরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ফার্স্ট,সেকেন্ড, থার্ড স্থান অধিকারীদের মাঝে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয় । এছাড়া কিশোর ক্লাবের সদস্যদেরকে ১ টি করে খাতা ও ১ টি করে কলম প্রদান করা হয়। পরিশেষে, মাদক বিরোধী র্যালির মধ্য দিয়ে আজকের সবার পরিসমাপ্তি করা হয় ।