মহেশখালীতে করোনার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ‘রিক’ এর ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সংস্থার সকল পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এরই অংশ হিসাবে মহেশখালী এরিয়ার গোরকঘাটা শাখায় কো‌ভিড-১৯” দুর্যোগে বুধবার ৪ আগস্ট সকালে স্বাস্থ্য বিধি মেনে দরিদ্র ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরন সহ বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। সংস্থার ম‌হেশখালী এ‌রিয়া অ‌ফিসে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ। সংস্থার কক্সবাজার জো‌নের জোনাল ম্যা‌নেজার এ কে এম ম‌হিউল হক, ম‌হেশখালীর এ‌রিয়ার এ‌রিয়া ম্যা‌নেজার মোঃ কামাল উ‌দ্দিন ও শাখা ব্যবস্থাপক এস এম জসীম উ‌দ্দিন। অনুষ্ঠা‌নে অ‌তি‌থিবৃন্দ বঙ্গবন্ধু ও তাহার প‌রিবা‌রের মহান স্বাধীনতায় অবদান নি‌য়ে আ‌লোচনা ক‌রেন এবং তা‌দের আত্মার শা‌ন্তি কামনা ক‌রে দোয়া ক‌রা হয়।

Latest
Popular