মহান স্বাধীনতা দিবস উপলক্ষে "ফ্রি স্বাস্থ্য ক্যাম্প"

২৬/০৩/২০২৩ ইং রোজ  রবিবার  টুঙ্গিপাড়ায় রিক'র আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চর্ম,যৌন  ও মেডিসিন বিষয়ক "ফ্রি স্বাস্থ্য ক্যাম্প" অনুষ্ঠিত হয়। 
উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চর্ম,যৌন রোগী ১০৯ জন এবং মেডিসিন বিষয়ক ৯০ জন সহ  মোট  ১৯৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়।
সেবা প্রদান করেন-চর্ম ও যৌন  রোগ বিশেষজ্ঞ 
ডাঃ  মিজু আহমেদ  এমবিবিএস,এমডি  
(ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) ডিডিভি (বিএসএমএমইউ) কনসালটেন্ট, চর্ম যৌন রোগ   বিভাগ,সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,কিশোরগঞ্জ।   মেডিসিন বিষয়ক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন-
ডাঃ ইমরান হোসেন সুমন এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) 
উপজেলা  স্বাস্থ্যকমপ্লেক্স, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। 

উক্ত  স্বাস্থ্য ক্যাম্পটি পরিদর্শন করেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান। উক্ত ক্যাম্পটিতে স্বাস্থ্য কর্মকর্তা জিয়াদুল বারী,এসডিও, ইডিও  এবং স্বাস্থ্য পরিদর্শকগন সার্বিক ভাবে সহযোগিতা করেন। 
স্থানঃ মডার্ন কিন্টার গার্টেন নিলফা, কুশলী টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। 
সহযোগিতায়ঃ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)

বাস্তবায়নেঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক), সমৃদ্ধি কর্মসূচি,কুশলী,টুঙ্গিপাড়া গোপালগঞ্জ।

Latest