ব্যক্তিগত, অগ্নি ও পরিবেশগত সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
লালবাগে শাখা অফিসে দাতা সংস্থা পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত এসইপি-প্লাস্টিক রিসাইকেল উপ- প্রকল্পের আওতায় "ব্যক্তিগত, অগ্নি ও পরিবেশগত সুরক্ষা বিষয়ক" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-প্রকল্পের কর্ম এলাকা লালবাগ ও ইসলামবাগের ক্ষুদ্র ও মাঝারি প্লাস্টিক রিসাইকেল শিল্প উদ্যোক্তাগণ। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক, জনাব রাসেল শেখ, প্রকল্প ব্যবস্থাপক জনাব আশফাকুর রহমান ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। প্রশিক্ষণে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কাজল মিয়া সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দক্ষিণ সিটি করপোরেশন ঢাকা।এমন সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য অংশগ্রহণকারিগণ রিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রশিক্ষণ থেকে শিক্ষণীয় বিষয়গুলো প্রশিক্ষণে উপস্থিত সকলে সপ্রণোদিতভাবে নিজেদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার ব্যাপারে সহমত প্রকাশ করেন এবং এ বিষয়ে প্রতিশ্রতি প্রদান করেন। প্রশিক্ষণ শেষে ফায়ার সার্ভিস কর্র্তৃক প্রদত্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেও মাঝে সনদ বিতরণ করা হয়।