বিনামূল্যে চক্ষু চিকিৎসা ২৪ নভেম্বর ২০১৯ ভান্ডারিয়া

পিরোজপুর এর ভান্ডারিয়ায় তৃণমূল পর্যায়ের প্রবীণ ও অসহায় জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসার জন্য রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ভান্ডারিয়ায় ‘প্রবীণ কল্যাণ কর্মসূচী’ প্রকল্পের উদ্যেগে ২৪ নভেম্বর রবিবার দঃস্থ্য ও দরিদ্র প্রবীণদের বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে। ‘ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইন্সটিটিউট এবং হাসপাতাল’ এর কারিগরি সহায়তায় সকাল সাড়ে নয়টায় দিনব্যাপী চক্ষু ক্যাম্পে রোগীদের পরীক্ষাসহ ঔষধ ও চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের জন্য রোগীদের চিহ্নিত করা হয় এবং অপারেশন পরবর্তী ফলোআপসহ রোগীর থাকা খাওয়া নিশ্চিত করা হয়। উক্ত চক্ষু ক্যাম্পে মোট ৩৫০ জন রোগীর ব্যবস্থপত্র, ঔষধ এবং ৬৭ জন রোগীর ছানি অপারেশন করা হয়।

Latest