বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক কর্মশালা

২০২৩-২০২৪ অর্থবছরে অথরিটি এবং শীর্ষ ১০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করা হয়। এরই ধারাবাহিকতায় সনদপ্রাপ্ত শীর্ষ ২০ টির পরবর্তী শীর্ষ ১০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সাথে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সাথে  ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) স্বাক্ষর সম্পাদনের লক্ষ্যে একটি কর্মশালা  ১৪ মে ২০২৪  অথরিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পক্ষে স্ব স্ব প্রধান নির্বাহী কর্মকর্তা উক্ত কর্মশালায়  উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মো: ফসিউল্লাহ্। উক্ত অনুষ্ঠানে অথরিটির নির্বাহী পরিচালক, পরিচালক, উপপরিচালক, এপিএ কমিটির সদস্যগণ ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় এপিএ ক্যালেন্ডার, এপিএ গাইডলাইন, এপিএ কমিটি পরিচিতি, ফোকাল পয়েন্ট নির্ধারণ, এপিএ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ, এপিএ রিপোর্টিং, এপিএ মূল্যায়ন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


 

Latest