বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।
দেশের পূর্বাঞ্চল বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ফেনী ও পার্শ্ববর্তী এলাকার বন্যা কবলিত মানুষের পাশে ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে কাজ করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। ১৯৮১ সাল থেকে ২০২৪ সালের দীর্ঘ পথ পরিক্রমায় রিক সবসময়ই সামাজিক ও প্রাকৃতিক দূর্যোগে দায়িত্বের সাথে অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি জরুরী ত্রাণ ও মানবিক সহায়তায় বিশেষ অবদান রেখে চলেছে। এবারের বন্যায় কোন পূর্বাভাস না থাকায় এসকল এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় কোন প্রস্তুতিও ছিলনা। একারণে বন্যাকবলিত প্রতিটি পরিবার তাদের জীবন-জীবিকা নিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে।
ইতিমধ্যে এবারের বন্যায় দূর্গত মানুষের সহয়তার জন্যে প্রধাণ উপদেষ্টার ত্রাণ তহবিলে সংস্থার সকল স্টাফদের ০১ দিনের মূল বেতনের অর্থ অনুদান হিসেবে জমা করা হয়েছে। এছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে কর্মএলাকার নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং মৌলভীবাজার জেলার দূর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে তিনটি প্যাকেজে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে:
প্যাকেজ ১: চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, রসুন, লবন, হলুদ, মরিচ, দিয়াশলাই, সাবান, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ, সেনিট্যারী ন্যাপকিন।
প্যাকেজ ২: চিড়া, গুড়, শিশুখাদ্য (দুধ), মুড়ি, বিস্কিট, সাবান, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ, সেনিট্যারী ন্যাপকিন
প্যাকেজ ৩: খিচুড়ি-ডিম, পানি, সাবান, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ, সেনিট্যারী ন্যাপকিন।