বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসইপি এর `সুপণ্য মেলা`

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর 'সুপণ্য মেলা'। মেলা চলবে ৮-১০ ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত। প্রকল্পের সদস্যদের উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে ০৩ টি স্টলে। প্লাস্টিক রিসাইক্লিং করে তৈরি টাইলস, ভার্মি কম্পোস্ট সার,  মাটি দিয়ে তৈরি তৈজসপত্র, ডেইরি প্রোডাক্ট যেমন দই, মিষ্টি, ঘি, মাখন, লাবাং ইত্যাদি পণ্যসহ জমে উঠেছে মেলা। সদস্যদের তৈরী পণ্য সমূহের মার্কেট লিংকেজ করাই এই মেলার উদ্যেশ্য। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আয়োজিত এই মেলায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক ছাড়াও এখানে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫২ টি উন্নয়ন সংস্থা সমূহ। সবাইকে মেলায় স্বাগত জানাচ্ছি।

 

Latest