প্লাস্টিক শিল্পে পরিবেশসম্মত উৎপাদন প্রক্রিয়া" শীর্ষক প্রশিক্ষণ

পিকেএসএফ এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিক কর্তৃক বাস্তবায়িত এসইপি প্রকল্পের আওতায় "প্লাস্টিক শিল্পে পরিবেশসম্মত উৎপাদন প্রক্রিয়া" শীর্ষক প্রশিক্ষণ   অনুষ্ঠিত হয়।  উক্ত প্রশিক্ষণে ইন্টারন্যাশনাল সেন্টর অব ইনক্লুশন ফর ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) এর গবেষণা কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন আপনাদের অর্জিত  অভিজ্ঞতা মহামূল্যবান। আপনারা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ  অবদান রাখছেন।  নতুন নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে হবে এবং এমন পণ্য উৎপাদন করতে হবে যেন পরিবেশগতভাবে টেকসই হয় এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করবে না বরং  ত্বরান্বিত করবে। একই সঙ্গে পুরো উৎপাদন প্রক্রিয়া এমন হতে হবে যেন পরিবেশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ ফিরোজ আলম প্রকল্প সম্পর্কে ও প্লাস্টিক শিল্পে পরিবেশসম্মত উৎপাদন প্রক্রিয়া  নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিবেশ কর্মকর্তা বলেন যে আপনাদের প্লাস্টিক শিল্পে উৎপাদন প্রক্রিয়াকে  আরও পরিবেশ সস্মত করার জন্য  রিক এর পক্ষ থেকে কারিগরি সহায়তা প্রদান করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারিগণ সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। একটি ফলপ্রসূ শিক্ষণ আয়োজনের জন্য অংশ গ্রহণকারিগণ রিক কর্তৃপক্ষকে আন্তরিক  ধন্যবাদ জ্ঞাপন করেন।

Latest
Popular