প্রবীণদের অধিকার রক্ষায় রিক এর উদ্যোগে আয়োজিত র্যালি ও মানববন্ধন
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী Global Alliance for The Rights Of Older People (GAROP)গঠন করা হয় যা একটি আন্তর্জাতিক ফোরাম হিসেবে কাজ করছে এবং প্রবীণদের মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের পক্ষে যুক্তি তুলে ধরছে। Global Alliance for The Rights Of Older People (GAROP) হচ্ছে বিশ্বের ৮০টি দেশের ৩৫০ সদস্য সংস্থার একটি জোট। GAROP প্রবীণদের অধিকার সংরক্ষণ জোড়দার করতে বিভিন্ন প্রচারনাভিযান (Campaign) এর উদ্যোগ নিয়ে থাকে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ ৩ মার্চ ২০২২ Age with Rights নামে বিশ্বব্যাপী একটি র্যালীর আয়োজন করে থাকে। GAROP এর সদস্য সংস্থা হিসেবে ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে আজ ৩ মার্চ ২০২২, সকাল ১১:০০ টায় রিক কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে এক র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রিক এর নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান, ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এর সভাপতি ও স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস, সহ-সভাপতি ড. শরীফা বেগম, গণস্বাস্থ্য্য কেন্দ্র এর প্রোগাম ডিরেক্টর গোলাম মোস্তফা দুলাল, ঢাকা মহানগর প্রবীণ উন্নয়ন ফোরাম এর সভাপতি হাফিজুর রহমান ময়না এবং গ্রাম উন্নয়ন কমিটির প্রোগাম ডিরেক্টর খন্দকার রিয়াজ হোসেনসহ বিভিন্ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।