পিরোজপুরে কিশোরী ক্লাবে ককমিউনিটি পাঠাগার স্থাপন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতায় পিরোজপুর জেলার সদর উপজেলার পূর্ব খানাখুনিয়ারী কিশোরী ক্লাবে সামাজিক সচেতনতা ও জীবন শৈলী উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডের আওতায় ক্লাব পর্যায়ে কমিউনিটি পাঠাগার স্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে করণীয়, স্মার্ট ফোন থেকে দূরে থেকে কিভাবে বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পাঠাগার এ বই পড়ার নিয়মাবলী, কিভাবে বই নিবে এবং পাঠাগার এ জমা দিবে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। পরিশেষে পাঠাগার স্থাপনের জন্য বই, র‍্যাক, বসার চট, সাইনবোর্ড, রেজিষ্টার ইত্যাদি প্রদান করা হয়।

Latest
Popular