নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

বিশ্ব জুড়ে নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে মানবীয় ইতিহাসের সবচেয়ে বড় গনআন্দোলনমুখী সংগঠন ওয়ান বিলিয়ন রাইজিং ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী বিশ্বব্যাপী উদযাপন করে আসছে ONE BILLION RISING দিবস। বাংলাদেশেও ২০১৩ সাল থেকে এই দিবসটি  যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়ে থাকে। এই ধারাবাহিকতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আজ ১৪ ফেব্রুয়ারী  ঢাকাসহ মোট ১০ জেলা এবং ৬টি উপজেলায় দিবসটি উদযাপন উপলক্ষে দুপুর ১:০০ টা থেকে ২:০০ পর্যন্ত একটি মানববন্ধনের  আয়োজন করেছে।


রিক ১৪ ফেব্রুয়ারী,নারীর প্রতি চলমান বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে ওয়ান বিলিয়ন রাইজিং দিবসটি উদযাপন উপলক্ষে দুপুর ১:০০ টা থেকে ২:০০ পর্যন্ত একটি মানববন্ধনের  আয়োজন করেছে।

 

Latest