নওগাঁয় চিত্রাংকন প্রতিযোগিতা ও দেওয়াল পত্রিকা উৎসব

মেধা ও মননে সুন্দর আগামী” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগীতায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক আয়োজিত কৈশোর কর্মসূচির বাস্তবায়নে নওগাঁ জেলার, মহাদেবপূর উপজেলার,  বারবাকপুর কিশোরী ক্লাবে  সাংস্কৃতিক ও ক্রীড়া/সুকুমার বৃত্তির শরীর চর্চা  কর্মকাণ্ডের আওতায় চিত্রাংকন  প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা উৎসব  এর আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি কিশোরী সদস্যদেরকে সান্তনা পুরস্কার স্বরূপ  ০১টি রং পেন্সিল বক্স  বিতরণ করা হয়।

Latest