নওগাঁয় কমিউনিটি লাইব্রেরী তে বই প্রদান
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ আর্থিক সহযোগীতায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতায় অদ্য ৩০-০১-২০২২ ইং তারিখে- নওগাঁ জেলার, সাপাহার উপজেলার , রিক শাখা কার্যালয়ে - "সামাজিক সচেতনতা, দক্ষতা ও জীবন শৈলী উন্নয়ন" বিষয়ক কর্মকান্ডের আওতায় - "কমিউনিটি লাইব্রেরী তে বই প্রদান" কার্যক্রম অনুষ্ঠিত হয় । উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন- সাপাহার উপজেলা চেয়ারম্যান - মোঃ শাহজাহান হোসেন, রিক সাপাহার এরিয়া ম্যানেজার - মোঃ মোয়াজ্জেম হোসেন, রিক সাপাহার শাখার শাখা ব্যবস্থাপক - রানা আহমেদ, টেকনিক্যাল অফিসার - মোঃ বকুল শাহ, প্রোগ্রাম অফিসার - মোঃ মিজানুর রহমান এবং ১০টি কিশোরী ক্লাব ও ৩টি কিশোর ক্লাবের সদস্যবৃন্দরা। প্রোগ্রাম এ উপজেলা চেয়ারম্যান এবং এরিয়া ম্যানেজার মহোদয় উপস্থিত বক্তব্যে কিশোর-কিশোরীদের বই পড়ার প্রয়োজনীয়তা এবং বই পড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। পরিশেষে কিশোর-কিশোরীদের মাঝে বই প্রদান করা হয়।