দুস্থ এবং দরিদ্র প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
বাংলাদেশের তৃণমূল পর্যায়ে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছে।তদের নিয়ে কাজ করতে গিয়ে রিক উপলব্ধি করেছে, দুস্থ ও দরিদ্র প্রবীণদের সুনির্দিষ্ট চাহিদা পূরণে আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা প্রয়োজন। এই লক্ষ্যে রিক প্রবীণ ইস্যুতে এ্যাডভোকেসী ও প্রবীণদের কল্যাণমূলক কাজের জন্য সংস্থার নিজস্ব তহবিল থেকে ‘প্রবীণ কল্যাণ’ শীর্ষক কর্মসুচি দীর্ঘদিন যাবত পরিচালনা করছে। এই কর্মসূচির আওতায় ৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে পঞ্চগড় জেলার ০৫ টি উপজেলায় দুস্থ এবং দরিদ্র প্রবীণদের মধ্যে চিকিৎসা, প্রবীণ দল গঠন, তহবিল গঠন, প্রবীণদের আয়বর্দ্ধকমূলক কর্মকান্ডে ঋণ, শীতবস্ত্র, সৎকার, উৎসব ও দূর্যোগকালীন সহায়তাসহ ঘর মেরামত/তৈরী ইত্যাদি সেবাসমূহ প্রবীণদের মধ্যে প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড় এলাকার দুঃস্থ প্রবীণ যারা শীতবস্ত্রের অভাবে অতি কষ্টের মধ্যে জীবনযাপন করছে তাদের চিহ্নিত করে এবং শীতের প্রকোপ থেকে কষ্ট লাঘবের কথা চিন্তা করে শীর্তাত মোট ৫৫০ প্রবীণদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।