দিনাজপুর জোন এর ঠাকুরগাঁও এরিয়ার সকল কর্মী ও কর্মকর্তাদের প্রশিক্ষন

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সময়ের সাথে সাথে সংস্থার কর্মএলাকা সম্প্রসারিত হওয়ায় বৃদ্ধি পেয়েছে জনবল। এই বিশাল কর্মী বাহিনী যাতে করে সংস্থার ভিশন, মিশন, লক্ষ্য, উদ্যেশ্য অর্জনে প্রাতিষ্ঠানিক মূল্যবোধকে ধারণ করে সুষ্ঠু কর্মপরিবেশ  বজায় রাখতে পারে সেজন্য রিক মানব সম্পদ উন্নয়ন বিভাগ থেকে Orientation on Adapting with RIC এর আয়োজন করে। এ পর্যায়ে গত ১৪ অক্টোবর ২০২৩ তারিখে দিনাজপুর জোন এর ঠাকুরগাঁও এরিয়ার সকল কর্মী ও কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়। প্রশিক্ষনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে কোর্সটি হয়ে ওঠে প্রানবন্ত।

 

Latest