দর্জিবিজ্ঞান ও পোষাক প্রস্তুতকরণ প্রশিক্ষণ

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা । ১৯৮১ সাল থেকে রিক বাংলাদেশ সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি রিক নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্বের সাথে কাজ করছে। সম্প্রতি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সংস্থার কর্মএলাকায় কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনে একটি গনশুনানীর আয়োজন করে। এই গণশুনানীতে  আমাদের ঋণ কর্মসূচীর অংশীজনেরা সংস্থা কর্তৃক প্রদেয় তাদের বর্তমান সেবার পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহনের আগ্রহ প্রকাশ করেন। এ প্রেক্ষিতে মানবসম্পদ উন্নয়ন বিভাগ থেকে আগ্রহীদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ চাহিদা নিরুপন করা হয়। 

মুন্সিগঞ্জের হলদিয়া ইউনিয়নের কতিপয় নারী সমিতির অংশীজনের  চাহিদা অনুযায়ী  “দর্জিবিজ্ঞান ও পোশাক প্রস্তুতকরণ” বিষয়ক একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়। স্থানীয়ভাবে অভিজ্ঞ রিসোর্স পারসন নিযুক্ত করে এই প্রশিক্ষণ কোর্সটি ১৫-২০ জুন ২০২৩ সালে ২০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহনে পরিচালিত হয়। নিজেদের প্রত্যাশা অনুযায়ী দর্জিবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো, নিত্যপ্রয়োজনীয় কিছু পোশাক হাতে কলমে নিজেরা তৈরী করতে শিখেছেন প্রশিক্ষণার্থীরা। পাশাপাশি জেনেছেন নারীর আত্মনির্ভরশীলতার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। আশা করা যায় প্রশিক্ষণ কোর্সটি নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
 

Latest
Popular