টুঙ্গিপাড়ায় চক্ষু ক্যাম্প কর্মসূচীতে বিনামূল্যে চিকিৎসা সেবা

সমৃদ্ধি কর্মসূচির আওতায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নে চক্ষু ক্যাম্পের আয়োজন করে রিক। ক্যাম্পে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ইন্সটিটিউটের ডাক্তাররা সেবা প্রদান করেন। মোট ২৫৭ জন চোখের রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া ৪৯ জন ছানী রোগী সনাক্ত এবং ৫৭ জন রোগীর পাওয়ার সনাক্ত করা হয়।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন; ইউ পি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন সরদার, ফরিদপুরের জোনাল ম্যানেজার মোঃ রইচ উদ্দিন মিয়া, এরিয়া ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এ এস এম মোখলেছুর রহমান।
প্রকল্পটির আর্থিক সহযোগিতা করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-(পিকেএসএফ)।

Latest