গবাদিপশুর কৃমিনাশক বিতরণ ও টিকাদান কর্মসূচি
অদ্য ০১লা ডিসেম্বর' ২০২১ এ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজলায় রিক কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ডেইরী প্রোডাক্ট উপ-প্রকল্পটির আয়োজনে,এই উপজেলার খামারীদের "গবাদিপশুর কৃমিনাশক বিতরণ ও টিকাদান কর্মসূচি" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ জেলার, শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা: মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত সহজভাবে প্রকল্পটির লক্ষ্য, উদ্দেশ্য, অনুসরণীয়, করণীয় এবং পরিবেশ রক্ষার্থে পরিবেশগত অনুশীলন সমূহ এবং কৃমিনাশক ও টিকাদানের উপকারিতা বিশদ আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপ-প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত উপ-প্রকল্পটি বিশ্ব ব্যাংক এর অর্থায়নে এবং পিকেএসএফ এর সার্বিক সহোযগীতায় রিক অত্যন্ত সফলতার সাথে পরিচালিত করে আসছে।