খাদ্য ও পুষ্টি সচেতনতা কার্যক্রম এবং সবজি বীজ বিতরণ।

পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং রিক কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচির আওতায় মুন্সিগঞ্জের নয়াগাঁও কিশোরী ক্লাবে কৈশোর স্বাস্থ্য  বিষয়ক কার্যক্রমের আওতায় খাদ্য ও পুষ্টি সচেতনতা কার্যক্রম এবং সবজি বীজ বিতরণ ও পুষ্টি  খিচুড়ি রান্না বিষয়ক কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে-দৈনন্দিন খাবারের তালিকায় সবজি খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়, স্বাস্থ্যসম্মত উপায়ে সবজি খিচুড়ি রান্নার কৌশল প্রদর্শন করা হয়, কোন সবজিতে কি কি ভিটামিন এবং কিভাবে সবজি রান্না করলে পুষ্টিগুন ভালো থাকে সে বিষয়ে আলোচনা করা হয় এছাড়া বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করা হয়।
উক্ত কার্যক্রমে রিকের কার্যক্রম ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা সহ কিশোরীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কিশোরী ক্লাবের সকল সদস্যদেরকে ১ প্যাকেট করে সবজি বীজ প্রদান করা হয়।

Latest
Popular