উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ১৬ তে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রিক
গত ০৯-০১-২০২২ তারিখে আনুমানিক বিকাল ৪:৪৫ মিনিটে উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ১৬ তে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ফলে ৪৫৫টি শরনার্থী পরিবারের ঘরবাড়ি এবং সহায় সম্বল সহ সবকিছু ভষ্মিভূত হয়ে যায়। এর ফলে শরণার্থী পরিবারের সদস্যরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন। অত্র ক্যাম্পে WFP এর সহযোগিতায় রিকের ইতিমধ্যেই পরিচালিত GFA প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত ৩২৫ টি শরণার্থী পরিবারের সদস্যদের মধ্যে ঐদিনই জরুরী খাদ্য সহায়তা হিসেবে "হাই এনার্জি বিস্কুট" প্রদান করা হয়। পরবর্তী দিন অর্থাৎ আজ ১০-০১-২০২২ তারিখে ঐ ৪৫৫টি পরিবারের ২৩০০ সদস্যকে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হয় এবং রাতে ৪৫২ পরিবারের ২২০০ সদস্যকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, রিক ক্ষতিগ্রস্ত শরণার্থী পরিবারের সদস্যদের মাঝে যতদিন পর্যন্ত তাদের ঘর ও রান্নার ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত এই রান্না করা খাবার বিতরণ অব্যাহত রাখবে।