আলু চাষ, ছাগল পালন ও গাভী পালনের উপর প্রশিক্ষন

অদ্য ২৬.১২.২১ তারিখ মুন্সিগঞ্জ এরিয়ায় মুন্সিগঞ্জ সদর  শাখায় এসএমএপি উদ্যোক্তাদের ঋণ বিতরণের পূর্বে  আলু  চাষ, ছাগল পালন ও গাভী পালনের উপর প্রশিক্ষন প্রদান করা হয় ।
১.আলু চাষ পদ্ধতি
২.আলুর কাটুই পোকার আক্রমণের লক্ষণ ও প্রতিকার। 
৩.আলুর লেফট ব্লইট রােগের লক্ষন ও প্রতিকার। 
৪.আলুর জাব পোকার লক্ষন ও
৫.আলুর ইয়েলো ভাইরাসের লক্ষন ও প্রতিকার।
 প্রতিকার।
৬.গাভীর বিভিন্ন রোগের লক্ষণ ও প্রতিকার। 
৭.ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে 
বিষমুক্ত সবজি উৎপাদন।
৮.ছাগলের পিপিআর রোগের লক্ষন ও প্রতিকার।

Latest
Popular