‘আন্তর্জাতিক প্রবীণ দিবস` -২০২২

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এবং ঢাকা মহানগর প্রবীণ উন্নয়ন ফোরাম যৌথভাবে ২ অক্টোবর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হাইকোর্ট এর সম্মুখে মানববন্ধন আয়োজন করেছে। সারা বিশ্বের প্রবীণ জনগোষ্ঠির চেতনাকে জাগ্রত করবার জন্য ১৯৯১ সাল  থেকে প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১লা অক্টোবর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস' হিসেবে পালন করা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পরিবর্তিত বিশ্বে  প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ ইংরেজীতে ’Resilience of Older Persons in a Changing World’  আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই প্রতিপাদ্য বিষয়টি প্রবীণদের বঞ্চনা, বৈষম্য, অধিকারহীনতা, মর্যাদাহীনতা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বেই তাদের এই দুরবস্থা কমবেশী বিদ্যমান। “সহনশীলতা” শুধু বিরূপতা ও প্রতিকূলতা সহ্য ও সমন্বয় করা নয়, এসব থেকে উত্তীর্ণ ও জয় করাকেও বোঝায়। প্রবীণদের  জীবনে অর্থপূর্ণ পরিবর্তনের জন্য অর্থনৈতিক, স্বাস্থ্য, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই প্রতিকূল ও বিরূপতাকে সহ্য ও উত্তীর্ণ হওয়ার সক্ষমতা প্রয়োজন। এই সক্ষমতা অর্জনে নীতিগত, কৌশলগত ও কর্মসূচিগত সহায়তা অত্যন্ত জরুরী। প্রবীণদের অর্থনৈতিক সহনশীলতা, স্বাস্থ্য সহনশীলতা, চলাফেরার সহনশীলতা, অংশগ্রহন সহনশীলতা, আন্তঃপ্রজন্মগত সম্পর্ক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ সহনশীলতা প্রবীণ জনগোষ্ঠির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ সহায়ক ভুমিকা রাখতে পারে। বাংলাদেশে প্রবীণদের সহনশীলতা বাড়াতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা জরুরী। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবারের মত এবারও বেসরকারী উন্নয়ন সংস্থা “রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)” ঢাকাসহ সারা দেশে বিশেষ কর্মসূচী গ্রহন করেছে। এর মধ্যে আছে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা। সংস্থাটি বাংলাদেশের অসহায় জনসাধারনের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে। সংগঠনটি প্রবীণ জনগোষ্ঠীর অবস্থার উন্নয়ন ও কল্যাণেও বিভিন্ন কর্মসূচী করে আসছে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে থাকে। বভিন্নি সংগঠনরে প্রতনিধিগিণ এই মানববন্ধনে অংশগ্রহণ করনে । রিক এর নির্বাহী পরিচালক এবং ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এর মহাসচিব জনাব আবুল হাসিব খান ও সহ-সভাপতি ড. শরফিা বগেমসহ বিভিন্ন প্রবীণ সংগঠনের নেতৃবৃন্দ প্রবীণ দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখনে ও প্রবীণদরে কল্যাণে বভিন্নি দাবি তুলে ধরনে । সকলকে প্রবীণদের প্রতি আরো সহনশীল মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

 

Latest
Popular