অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া

১৮ অকক্টোবর ২০২২ তারিখে মনির চেয়ারম্যান গলি, কামরাঙ্গীরচর এ, পিকেএসএফ এর আর্থিক সহায়তায়  বেসরকারি উন্নয়ন সংস্থা রিক কর্তৃক বাস্তবায়িত এসইপি এর উপ-প্রকল্প প্লাস্টিক রিসাইকেল এর কর্ম এলাকার  প্লাস্টিক রিসাইক্লিং এর সঙ্গে সম্পৃক্ত  ক্ষুদ্র ও মাঝারি প্লাস্টিক শিল্প উদ্যোক্তা এবং এলাকার মানুষের অংশগ্রহণে  সচেতনতা বৃদ্ধির জন্য অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর), কাউন্সিলর, ৫৭ নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেন, এরিয়া ব্যবস্থাপক-রিক, জনাব  রাসেল শেখ, ও উপ মহাব্যবস্থাপক-রিক জনাব মাহমুদ কবির এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।  প্রধান অতিথির বক্তব্যে  জনাব হাজী মোঃ সাইদুল ইসলাম (মাদবর), কাউন্সিলর, ৫৭ নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বলেন যে সব জায়গায় অগ্নি নির্বাপক প্রয়োজন হয়, বাসা বাড়ি, চায়ের দোকান, কল কারখানা, দৈনন্দিন জীবন যাত্রায় ইত্যাদি। কোথাও আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিতে হবে, একজন প্রধান রাস্তায় গিয়ে স্থান চিনতে সহায়তা করা, সব ধরনের যান বাহন রাস্তা ফাঁকা করে দেওয়া উচিত। তবে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্লাস্টিক রিসাইকল  আয়োজিত মহড়ায়  প্রাথমিকভাবে আগুন নিভানোর কলা কৌশলসমূহ প্রদর্শন করা হবে এবং বাস্তবে করে দেখানো হবে। তিনি সব স্থাপনায় অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করার আহ্বান জানান। কামরাঙ্গীরচর ও লালবাগ  এলাকার সব কারখানার মালিকদের নিয়ে নিয়মিত এরকম মহড়া আয়োজন করার ঘোষণা দেন এবং কামরাঙ্গীরচরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন হবে জেনে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 
জনাব মাহমুদ কবির তাঁর স্বাগত বক্তব্যে আজকের অনুষ্ঠানে যোগদান করার জন্য মাননীয় কাউন্সিলর মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রধান আলোচক জনাব আব্দুস সহিদ সিনিয়র স্টেশন অফিসার আগুনের সংজ্ঞা,  বৈশিষ্ট্য,  আগুন লাগার কারণ, আগুন নিভানোর ও আগুন থেকে নিজেকে রক্ষার কৌশল আলোচনা করেন।। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর যোগাযোগ এর নাম্বার সবাইকে প্রদান করেন। 

এছাড়াও মহড়ায় কথা বলেন এলাকা ব্যবস্থাপক হাজারিবাগ। প্রকল্প ব্যবস্থাপক সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন।

আলোচনা শেষে পূর্ববর্তী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
সব শেষে  বাস্তবে আগুন নিভানোর কৌশল হাতে কলমে শিখানো হয়। উল্লেখ্য যে কাউন্সিলর মহোদয় নিজে মহড়ায় অংশগ্রহণ করে আগুন নিভান এবং অন্য্যদের উৎসাহিত করেন। 

Latest
Popular