সদস্যদের উৎপাদিত ফসল সরাসরি বিক্রয়ের ব্যবস্থা ও মার্কেট লিংকেজ

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নওগাঁ অঞ্চলের নিজ কর্ম এলাকায় করোনাভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে সদস্যের উৎপাদিত ফসল (যেমন: ধান) উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে যোগাযোগের মাধ্যমে ৮০ জন কৃষকের সরকার নির্ধারিত মূল্যে ১০৪০ টাকা দরে বিক্রয়ের ব্যবস্থা করে দেয়। এছাড়াও কাল বৈশাখী ঝড়ে পড়ে যাওয়া কাঁচা আম ও বিভিন্ন ধরনের সবজি, মিষ্টি কুমড়া, লাউ, করলা, পটল, কাঁচা মরিচ ইত্যাদি ঢাকার পাইকারদের সাথে যোগাযোগ করে ন্যায্য মূল্যে  বিক্রয় করে দেওয়ার ব্যবস্থা করে।
এছাড়া “রিক” মুন্সীগঞ্জ অঞ্চলের শ্রীনগর এরিয়ার হলদিয়া শাখার  দক্ষিন হলদিয়া গ্রামের শহিদুল ইসলাম এবং কারপাশা গ্রামের রাশিদা বেগম এই দুই জনের অবিক্রিত গাভীর দুধ মার্কেট লিংকেজ করে বিক্রি করে দেওয়া হয়।
পাশাপাশি “রিক” পিরোজপুর অঞ্চলের শিকদার মল্লিক ইউনিয়ন  এলাকার চালিতাখালি গ্রাম এর চাষি মোঃহায়দার শেখ, সলেমান শেখ এর উৎপাদিত তরমুজ ও বাংঙ্গী, বিক্রয় করতে না পারায় কিছু ফসল বাগেরহাটের সাইনবোর্ড এলাকার পাইকারি ব্যবসায়ি মোঃ সেলিম ও মোঃমিরাজ এর নিকট বিক্রির ব্যবস্থা করে দেয় রির্সোস ইন্টিগ্রশন সেন্টার (রিক) নাজিরপুর শাখার কর্মকর্তাগন।

Latest
Popular