ব্যবসায় উন্নয়ন ও সনদায়ন বিষয়ক প্রশিক্ষণ

বিশ্ব ব্যাংক এর আর্থিক এবং পিকেএসএফ এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত এসইপি প্লাস্টিক রিসাইকেল এর আওতায় "ব্যবসায় উন্নয়ন ও সনদায়ন” শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডার ও সিইও, ইউনাইটেড স্যোশাল বিজিনেস.বিডি। তিনি অংশগ্রহণমূলকভাবে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি দিনব্যাপী প্রশিক্ষণে যা বলেন তার সংক্ষিপ্ত সার হচ্ছে-পরিবেশ রক্ষায় প্লাস্টিক রিসাইকেলিং শিল্পের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত উদ্দ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি এ শিল্পের উন্নতির জন্য বাংলাদেশ সরকারের অবদান রাখার আহ্বান জানিয়ে বলেন যে সরকারি বিধি বিধান মেনে কারখানা পরিচালনা করলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আপনাদের চাহিদা তথা বিভিন্ন লাইসেন্স যেমন-ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স এর জন্য আবেদন করা এবং বিভিন্ন সনদ প্রাপ্তিতে সহায়তা করে। প্লাস্টিক রিসাইকেলিং শিল্প এক দিকে যেমন পরিবেশের উপাদান-মাটি, পানি, এবং বায়ু দূষণ প্রতিরোধে ভূমিকা রাখছে অন্যদিকে, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্লাস্টিক নিয়ে কাজ করতে গিয়ে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, বাংলাদেশের জিডিপি বৃদ্ধি  পাচ্ছে । তিনি ব্যবসার উন্নয়নের জন্য কতগুলো করণীয় ও বর্জনীয় বিষয়ের আলোচনা করেন। যেমন- ব্যবসার ঝুঁকি, ব্যবসা কেন্দ্রের ও শ্রমিকদের  নিরাপত্তা, নেট ওয়ার্কিং, প্রচার প্রচারণা, পরিকল্পনা, আয়-ব্যয়ের হিসাব নিকাষ, শ্রমিকদের সঙ্গে আচরণ এবং তাদের সুযোগ সুবিধা চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার কৌশল নিয়ে আলোচনা করেন। ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোর কৌশল ও উপকারী দিকগুলো নিয়েও আলোচনা করেন। ব্যবসায় পরিচালনা করার সহায়ক উপাদানসমূহের প্রতি আলোকপাত করেন। ব্যবসায় পরিচালনার সবলতা ও দুর্বলতা, ঝুঁকি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর আলোচনায় শিশু শ্রমের অপকারিতা ও আর্থিক ক্ষতি তুলে ধরেন এবং একে একটি মারাত্মক সামাজিক ব্যাধী আখ্যায়িত করেন। তিনি ব্যবসার খাতিরে ঋণ গ্রহণ করার পর কী কী কৌশল অবলম্বন করলে ঋণ খেলাপী হওয়া থেকে রেহাই পাওয়া যাবে সে সব কৌশল নিয়ে আলোচনা করেন। সর্বশেষ তিনি ব্যবসার পরিকল্পনা ব্যবসায় পরিচালনার অন্যতম হাতিয়ার বলে উল্লেখ করেন।
এছাড়া এলাকা ব্যবস্থাপক-হাজারীবাগ বক্তব্য প্রধান করেন। প্রকল্প ব্যবস্থাপক জনাব আশফাকুর রহমান, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ পরিবেশের ওপর প্লাস্টিক শিল্পের অবদান সম্পর্কে  আলোচনা করেন। 
সভায় উপস্থিত অংশগ্রহণকারিগণ সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং ব্যবসায় পরিচালনায় যে সব সমস্যার সম্মুখীণ হন সে সব বিষয়ের সমাধান প্রশিক্ষকের নিকট থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেন। তাঁরা তাঁদের নিজেদের অর্জিত অভিজ্ঞতা পরস্পরের মধ্যে শেয়ার করেন।
পরিশেষে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এলাকা ব্যবস্থাপক প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

Latest
Popular