"Savings and Credit management " প্রশিক্ষণ

সংস্থায় দক্ষ জনবল তৈরি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার - রিক এর একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় ১৫-১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ৩২ জন অংশগ্রহনকারীকে নিয়ে ৩ দিন ব্যাপী "Savings and Credit management " (৮ম ব্যাচ) প্রশিক্ষণ পরিচালনা করা হয়।  আগামী ২ মাসের জন্য  প্রত্যেক অংশগ্রহণকারী নির্ধারিত শাখায় অবস্থান করে মাঠপর্যায়ে কাজ শিখবেন। ২ মাস পর চুড়ান্ত মূল্যায়ন শেষে উত্তীর্ন প্রশিক্ষনার্থী সংস্থার কর্মী হিসেবে যোগদান করবেন। রিক প্রশিক্ষন সেল এর তত্ত্বাবধানে এই প্রক্রিয়াটি চলমান রয়েছে।

Latest