GAROP প্রবীণদের অধিকার সংরক্ষণ জোরদার করতে র‌্যালী ও মানববন্ধন

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী Global Alliance for The Rights Of Older People (GAROP) গঠন করা হয় যা একটি আন্তর্জাতিক ফোরাম হিসেবে কাজ করছে এবং প্রবীণদের মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনের পক্ষে যুক্তি তুলে ধরছে । Global Alliance for The Rights Of Older People (GAROP) হচ্ছে বিশ্বের

বভিন্নি দেশের ৪০০ টি সদস্য সংস্থার একটি জোট । GAROP প্রবীণদের অধিকার সংরক্ষণ জোরদার করতে Age with Rights Global Rally প্রচারনাভিযান (Campaign) এর উদ্যোগ নিয়ে থাকে । তারই অংশ হিসেবে আজ ৫ মার্চ ২০২৩, সকাল ১১:০০ টায় রিক কেন্দ্রীয় কার্যালয় এর সম্মুখে ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী, বাংলাদেশ (এফআরইবি) এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর যৌথ উদ্যোগে এক র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করে ।

Latest
Popular