"Basic Savings and Credit management " প্রশিক্ষণ

আমাদের সাথে যুক্ত হলেন আরও ২৯ জন ট্রেইনি ক্রেডিট অফিসার। ১ দিনের  Basic Savings and Credit Management Orientation শেষে পরবর্তী ২ মাস নির্ধারিত শাখা পর্যায়ে চলবে হাতে কলমে প্রশিক্ষণ। সংস্থার মানব সম্পদ উন্নয়নের চলমান প্রক্রিয়া হিসেবে কেন্দ্রীয় প্রশিক্ষণ সেল এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এই কর্মসূচি।

Latest