হাতিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়ায় শনিবার (১৯ নভেম্বর) সকাল দশটায় ‘রিক’ হাতিয়া এরিয়া অফিস প্রাঙ্গণে ফ্রেড হলোজ ফাউন্ডেশন এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আর্থিক সহায়তায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা এর কারিগরী সহযোগীতায় এক চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত চক্ষু ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ৪৭০ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় এবং ৮৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনে জন্য চিহ্নিত করা হয়। এছাড়াও ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান মোঃ মাহবুব মুর্শেদ লিটন, আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ ,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মমতাজ বেগম লাভলী, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ ইমরান হোসেন , জাতীয় অন্ধ কল্যাণ সমিতির প্রোগ্রাম ম্যানেজার তপন সেন গুপ্ত, রিক কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা সৈয়দ বজলুল করিম, রিকের এরিয়া সমন্বয়কারী মোঃ মিতুল খান, স্থানীয় প্রবীণ কমিটির নেতৃবৃন্দ ও রিকের অন্যন্য কর্মকতাবৃন্দ।

 

Latest
Popular