সাপাহারে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ।
নওগাঁর সাপাহারে কৈশোর কর্মসূচি কৈশোর স্বাস্থ্য বিষয়ক কর্মকান্ডের আওতায় বয়সন্ধিকালীন স্বাস্থ্য ও ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার জবই গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সাপাহার শাখার বাস্তবায়নে জবই কিশোরী ক্লাবের সদস্যাদের মাঝে স্বল্প মূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতা মূলক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্ল্যাহ্ আল মামুন।
এসময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র সাপাহার এরিয়া ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন, শাখা ব্যবস্থাপক মোঃ রানা আহম্মেদ, প্রোগ্রাম অফিসার মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।