সংস্থার ট্রেইনী ক্রেডিট অফিসারগণের দক্ষতা বৃদ্ধিতে ট্রেনিং

রিসোর্স ইন্টিগ্রেশণ সেন্টার (রিক) মানব সম্পদ বিভাগ ট্রেইনী ক্রেডিট অফিসারগণের (টি.সি.ও) জন্য গত ৬-৮ নভেম্বর ২০২১ তারিখ পর্য়ন্ত ৩ দিনব্যাপী “Micro Finance Management (MFM)”  বিষয়ক একটি তাত্ত্বিক (Theoretical) প্রশিক্ষণ পরিচালনা করেছে। প্রশিক্ষণটিতে সেশন পরিচালনা করেন রিক মানবসম্পদ বিভাগের প্রশিক্ষকগণ এবং সার্বিকভাবে সহযোগীতা করেছেন উর্ধ্বতন কতৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলে। প্রশিক্ষণটির মূল ফোকাসঃ “ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্পর্কে জ্ঞান বৃদ্ধির মাধ্যমে ট্রেইনী ক্রেডিট অফিসারের পেশাগত দক্ষতা উন্নয়ন করা।” প্রশিক্ষণ শেষে টি.সি্.ও গণ বিভিন্ন শাখায় একজন মেন্টর এবং দায়িত্বপ্রাপ্ত ঋণকর্মকর্তার তত্ত্বাবধানে দুই মাস ধরে হাতে-কলমে কাজ শিখবেন । তারপর মূল্যায়ণ পরীক্ষার মাধ্যমে তাদেরকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে ও সংস্থায় ক্রেডিট অফিসার (সিও) হিসাবে নিয়োগ প্রদান করা হবে।

Latest