রিক এর আয়োজনে আন্তর্জাতিক দুগ্ধ দিবস-২০২৩।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ডেইরী প্রোডাক্ট প্রজেক্ট উপ-প্রকল্পটির উদ্যেগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শ্রীনগর এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে আন্তর্জাতিক দুগ্ধ দিবস-২০২৩, উৎযাপন করা হয় যার প্রতিপাদ্য বিষয় ছিল "Sustainable Dairy: Good for the planet,good for you"। কারিগরি কর্মকর্তা(প্রাণিসম্পদ) ডা: কাজী বাহারুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হোসেন পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীনগর, মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ আলাউদ্দিন খান, মহা-ব্যবস্থাপক,রিক।
জনাব ইমদাদুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক,রিক।
জনাব মোঃ হাবিবুর রহমান, এলাকা ব্যবস্থাপক,রিক।
জনাব মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক,রিক-এসইপি। আরও উপস্থিত ছিলেন রিক-এসইপি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দ এবং স্থানীয় দুগ্ধ খামারিবৃন্দ । উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ কামরুজ্জামান, আর এই অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, জনাব আবু রিয়াদ খান, উপ-পরিচালক,রিক।
উক্ত অনুষ্ঠানের শেষে উদ্যেক্তাদের মাঝে আধুনিক ও স্মার্ট ডেইরি খামার নির্মাণ, দুধ উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ যেমনঃ মিল্কিং মেশিন, ওয়েটিং মেশিন, ঘাস কাটার মেশনসহ আরো প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপ-প্রকল্পটি বিশ্ব ব্যাংক এর অর্থায়নে এবং পিকেএসএফ এর সার্বিক সহোযগীতায় রিক অত্যান্ত সফলতার সাথে পরিচালিত করে আসছে।