প্লাস্টিক পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশসম্মত উন্নয়নে আলোচনা সভা

২২ মে ২০২২ তারিখে পিকেএসএফ এর অর্থায়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় রিসোর্স  ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত ছোট ও মাঝারি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশসম্মত উন্নয়নে সহায়তা প্রদান শীর্ষক উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে দুর্বার পরিবেশ ক্লাবের সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন কামরাঙ্গীরচর  এলাকার  ছোট ও মাঝারি প্লাস্টিক  রিসাইক্লিং শিল্প উদ্যোক্তাগণ। প্রকল্পের পরিবেশ কর্মকর্তা, জনাব  অরিন্দম বাল্, শাখা ব্যবস্থাপক, কামরাঙ্গীরচর,  জনাব শওকত আলোম ও প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ রক্ষায় করণীয় বিষয়াবলি এবং মে দিবস নিয়ে  আলোচনা করা হয়। মে দিবসের আলোচনায় পরিবেশ কর্মকর্তা বলেন যে একটি দেশের উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে শিল্প কারখানা বড় ভূমিকা পালন করে আর শিল্প কারখানা ভালোভাবে পরিচালনায় কারখানার কাজের সঙ্গে জড়িত সব ধরনের শ্রমিকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই মালিক শ্রেণির সুবিধা ঠিক রাখতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে।  মালিক বাঁচলে শিল্প প্রতিষ্ঠান তথা সেক্টরের উন্নয়ন সাধিত হবে। ফলে দেশ উন্নত হবে। সুতরাং শ্রমিকগণ আমাদের দেশের উন্নয়নের চাবিকাঠি।   তিনি বলেন আরও বলেন যে কর্ম ক্ষেত্রে শ্রমিকদের  নিরাপত্তা বিধান করতে না পারলে কর্মক্ষম মানুষদের স্বাস্থ্য নিশ্চিত করা বেশ কষ্টকর হবে। আর কর্মক্ষম জনগোষ্ঠী ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হলে দেশের উন্নয়ন  অব্যাহত রাখা দুরূহ হয়ে যাবে। 
শাখা ব্যবস্থাপক বলেন যে পরিবেশ সুরক্ষা করা বা দূষণ কমানোন জন্য কারও জন্য অপেক্ষা করলে তা অনেক দেরি হয়ে যাবে। সুতরাং,  নিজেকে দিয়ে শুরু করতে হবে এবং  তা আজই শুরু করতে হবে।  এ কথার জবাবে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ  করার ব্যাপারে সম্মতি প্রদান করেন।

Latest
Popular