প্রবীন কমিটি গঠন বিষয়ক মতবিনিময় সভা
জনগণকে সংগঠিত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় এবং ভাগ্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার মাধ্যমে প্রকৃত উন্নয়ন সম্ভব বলে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বিশ্বাস করে; এই বিশ্বাসকে সামনে রেখে রিক বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অসহায় প্রবীণদের নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রবীণ কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তিন দশকেরও অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। প্রবীণ কার্যক্রমসমূহের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত প্রবীণ নারী-পুরুষদের সংগঠিত করার মাধ্যমে উন্নয়নমূলক কর্মসুচিতে অংশগ্রহণের দক্ষতা এবং ক্ষমতায়ন বৃদ্ধি করা। পাশাপাশি কমিউনিটি, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন সেবাসমূহ থেকে প্রবীণ উপযোগী সুবিধাদি পাওয়ার বিষয়ে প্রবীণদের সুযোগ এবং সমন্বয় সৃষ্টি করার ক্ষেত্রে সহায়তা করা। এদেশের প্রেক্ষাপটে প্রবীণরা পরিবারের বাইরে অন্য কোথাও অবস্থান করার চেয়ে বরং পরিবার বা সমাজে সকলের সাথে থাকতেই অধিক স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাস্তবিক এই প্রেক্ষাপট থেকে রিক প্রবীণদের কার্যক্রম নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা থেকে বলা যায় প্রবীণদেরকে আলাদা আবাসস্থলে রাখার ব্যবস্থাদি তৈরি করার চেয়ে কমিউনিটিতে প্রবীণদের জন্য ‘কমিউনিটি ভিত্তিক উন্নয়ন কর্মসূচি’র আয়োজন করা প্রয়োজন। একজন প্রবীণ কমিউনিটির অপরিহার্য অংশ তাই প্রবীণকে পিছনে রেখে কমিউনিটি একাকী এগিয়ে যেতে পারেনা এবং তাদের জন্য কল্যাণকর কিছু করার উদ্দেশ্য নিয়ে রিক বিভিন্ন অঞ্চলে প্রবীণদের সংগঠিত করে প্রবীণ কমিটি প্রতিষ্ঠা করে চলেছে। এই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত হচ্ছে ‘ইউনিয়ন প্রবীণ কমিটি’।