প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  পিকেএসএফের সহযোগিতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর বাস্তবায়নে প্রবীণ জনগোষ্ঠীর জীননমান উন্নয়ন কর্মসূচির আওতায় আউটশাহী ইউনিয়নের প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ এবং ওয়ার্ড পর্যায়ে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেকেন্দার ব্যাপারী, বিশেষ অথিতি হিসেবে রিক মুন্সিগঞ্জ-২ এর এরিয়া ম্যানাজার মোঃ রাজিব খান, রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম , বালিগাঁওয়ে শাখা ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে, প্রবীণদের নিয়ে এমন অনুষ্ঠান আয়োজনের জন্য কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন ও সর্বদা পাশে থাকার কথা দেন। 
পরে প্রবীণ নিয়ে গঠিত লাল-কালো দলে এক চমৎকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, এতে ২-১ গোলে লাল দল বিজয়ী হন। 
প্রোগ্রাম অফিসার গাজী আব্দুল আউয়ালের তত্ববাধায়নে পুরো অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন রিক বালিগাঁও সমৃদ্ধি কর্মসূচির ইপিসি গোলাম রাসেল, আড়িয়লের ইপিসি সুমন্ত ঘোরামী, সমৃদ্ধির ইডিও ইয়াকুব মাঝি, দেব , এমআইএস শেখ রাসেল ও কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার রতন চন্দ্র রায়।

Latest
Popular