পঞ্চগড়ে ১ হাজার চক্ষু রোগীকে সেবা দেবে রিক
পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। চক্ষু ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ১ হাজার ১২ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়। ২১৩ জনকে চশমা এবং ১০৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চশমা প্রদান এবং পরবর্তী ফলোআপসহ রোগীর থাকা খাওয়া নিশ্চিত করা হয়। শনিবার সকাল আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুরু।
চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিকের উপ-পরিচালক আবু রিয়াদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সংস্থার প্রবীণ কর্মসূচীর কেন্দ্রীয় সমন্বয়কারী ফেরদৌসী বেগম, দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, প্রবীণ কর্মসূচীর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম সংলিষ্ট স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন রিক পঞ্চগড় এরিয়ার এরিয়া ম্যানেজার আ. মালেক প্রামানিক শামীম।
প্রধান অতিথির বক্তব্যে আবু রিয়াদ খান বলেন, রিক শুধু একটি ঋণ প্রদানকারি প্রতিষ্ঠানই নয়। রিকের রয়েছে বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে প্রবীণদের উন্নয়নে সহায়তা প্রদান। এর অংশ হিসাবে পঞ্চগড়ের পাঁচ ইউপিতে পাঁচটি প্রবীণ ক্লাব প্রতিষ্ঠা করা হবে। এসব ক্লাবে প্রবীণরা প্রতিদিন তাদের স্বাস্থ্য চেক আপ, ব্যায়াম করাসহ বিভিন্ন সেবা নিতে পারবেন। থাকবে লাইব্রেরি, খেলার সামগ্রিক ব্যবস্থাসহ আরও অনেক কিছু।
তিনি বলেন, রিক তিন দশকেরও অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। রিক তার নিজস্ব অর্থায়নে প্রবীণদের কল্যাণের জন্য প্রবীণ কল্যাণ কর্মসূচি শিরোনামে একটি কর্মসূচী বাস্তবায়ন করছে। এই কর্মসূচির মুল লক্ষ্য হচ্ছে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে সম্পৃক্ত এবং সমাজের অন্যান্য দুঃস্থ ও দরিদ্র প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রেছে আসছে।
অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশী হয়ে থাকে। আর এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন। প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না। সেই সব প্রবীণদের চিহ্নিত করে রিক’র সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে।