গাজীপুরে ৪৫ জন প্রবীণকে চক্ষু সেবা
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক) এর সহযোগীতায় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল নরসিংদী এর উদ্যোগে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার তুমলিয়া ইউনিয়নের দাড়কাভাঙ্গা বাজারে চক্ষু শিবির করা হয়। উক্ত চক্ষু শিবিরের মাধ্যমে ৪৫ জন প্রবীণকে চক্ষু সেবা দেওয়া হয়।
যার মধ্যে ব্যবস্থাপত্র দেওয়া হয় ৩২ জনকে ( পুরুষ - ৮ জন এবং মহিলা - ২৪ জন) এবং অপারেশন - ১৩ জন। ( পুরুষ - ৬ জন এবং মহিলা - ৭ জন ) ।
উল্লেখ্য থাকে যে গাজীপর জেলা চক্ষু হাসপাতালের কর্ম এলাকার বাইরে হওয়ায় ফ্রী ঔষধ, চশমা এবং অপারেশন করা সম্ভব হয় নাই। তবে ২০০০ টাকার একটা প্যাকেজ করা হয়েছে য়ার মধ্যে যাওয়া আসা দূই দিন থাকা খাওয়া, পরীক্ষা, ঔষধ এবং অপারেশন। যারা অপারেশন এর খরচ ২০০০ টাকা দিতে পারে নাই তাদের ১৫০০ টাকায় অপারেশন করানো হয়েছে।
Read More
Latest
Popular