গাইনী ও মেডিসিন বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প
১৭/০৯/২০২২ইং রোজ শনিবার পিকেএসএফ এর সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার( রিক) এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ হল রুমে বালিগাও সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে বক্ষব্যাধি,মেডিসিন ও গাইনী বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে যেসকল বিশেষজ্ঞ ডাক্তারগন সেবা প্রদান করেন ডাঃ মোঃ রাশেদুল হাসান ,বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনিষ্টিটিউট ও হাসপাতাল,মহাখালী,ঢাকা এবং ডাঃ উম্মে সালমা,গাইনী বিশেষজ্ঞ, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল, উত্তরা,ঢাকা। স্বাস্থ্য ক্যাম্পে ৮৬ জন বক্ষব্যাধি ও মেডিসিন এবং ৪৫ জন গাইনী মোট ১৩১ জন সেবা গ্রহীতাকে সেবা প্রদান করা হয়।ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোসাঃ বুলু বেগম,ইউপি সদস্য মোঃ সালাউদ্দিনসহ অন্যান্য ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ক্যাম্পে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃগোলাম রাসেল ও মোঃ রিয়াজ হোসেন, একাউন্ট অফিসার,বালিগাও শাখা,সেবা প্রদানে সার্বিক সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আসিফ আহম্মেদ,বালিগাও, নাঈম দোহা ক্যাভেন,আড়িয়ল, সমৃদ্ধি উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মোঃ ইয়াকুব মাঝি, সমৃদ্ধি এমআইএস কর্মকর্তা শেখ রাসেল আহম্মেদ, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা ফারজানা আক্তার ও বালিগাও ইউনিয়নের সকল স্বাস্থ্য পরিদর্শকগন।